আজ থেকে শুরু হয়েছে পবিত্র ঈদুল আজহার ছুটি

আপডেট: July 20, 2021 |
print news

মঙ্গলবার থেকে শুরু হয়েছে পবিত্র ঈদুল আজহার ছুটি। ঈদের তিন দিন ছুটির পরের দুই দিন শুক্র এবং শনিবার হওয়ায় ছুটি দাঁড়িয়েছে পাঁচ দিনে। যদিও কয়েকদিন ধরেই সড়কে বাড়ি ফিরতে চাওয়া মানুষের তীব্র ভিড় দেখা যাচ্ছে।

মঙ্গলবারও সড়কে বাড়ি ফিরতে চাওয়া মানুষের ভিড় দেখা গেছে।

সকাল থেকেই ঢাকার বিভিন্ন বাস টার্মিনাল, রেলস্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা গেছে ঘরমুখী মানুষের ভিড়।

ঈদুল আজহা উদযাপন, জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ-সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে ১৪ জুলাই মধ্যরাত থেকে বিধিনিষেধ শিথিল করে সরকার। এসব বিধিনিষেধ শিথিল থাকবে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত।

এরপর ২৩ জুলাই সকাল ৬টা থেকে ফের শুরু হচ্ছে বিধিনিষেধ। যা চলবে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত। এসময়ের মধ্যে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ রাখা হবে। বন্ধ থাকবে সব শিল্প কারখানা, গণপরিবহণও।

বৈশাখী নিউজ/ এপি

 

facebook sharing button
messenger sharing button
Share Now

এই বিভাগের আরও খবর