চট্টগ্রামে পশুর বর্জ্য অপসারণে সাড়ে ৪ হাজার কর্মী কাজ করছেন

আপডেট: July 21, 2021 |

চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১ ওয়ার্ডে কোরবানির পশুর বর্জ্য অপসারণ শুরু করেছে সিটি করপোরেশন। করপোরেশনের সাড়ে ৪ হাজার কর্মী এই অপসারণ কার্যক্রম শুরু করেছেন।

বুধবার (২১ জুলাই) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী জানান, সকালে কোরবানি শুরু হওয়ার পর পরই চসিকের সাড়ে ৪ হাজার কর্মী বর্জ্য অপসারণ শুরু করেছেন। একইসঙ্গে করপোরেশনের ৩৩০টি যানবাহন বর্জ্য অপসারণে নিয়োজিত রয়েছে।

পশু জবাইয়ের পর গর্তের মধ্যে রক্ত, গোবর ও পরিত্যক্ত অংশ পুঁতে রাখার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানানো তিনি।

মেয়র বলেন, ‘জবাইকৃত পশুর উচ্ছিষ্টাংশ যত্রতত্র না ফেলে নিকটতম ডাস্টবিনে ফেলেন। এতে চসিক কর্মীদের বর্জ্য অপসারণে সুবিধা হয়।’ সন্ধ্যা ৬টার মধ্যেই নগরীর সব বর্জ্য অপসারণ সম্পন্ন হবে বলে মেয়র আশা প্রকাশ করেন।

নির্ধারিত সময়ের পরেও নগরীর কোথাও ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখলে চসিকের দামপাড়া অফিসে একটি কন্ট্রোল রুমে জানাতে অনুরোধ জানানো হয়েছে চসিকের পক্ষ থেকে। কন্ট্রোল রুমের হটলাইন নম্বর 031-633649, 031-630739, 01675218485।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর