বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় ২ কো‌টি ৩০ লাখ টাকা টোল আদায়

আপডেট: July 21, 2021 |

ঈদের আগের দিন মঙ্গলবার (২০ জুলাই) বঙ্গবন্ধু সেতুর ওপর দি‌য়ে ৩৬ হাজার যানবাহন পারাপার হ‌য়ে‌ছে। এতে টোল আদায় হ‌য়ে‌ছে ২ কো‌টি ৩০ লাখ ৫৭ হাজার ১৩০ টাকা। ত‌বে বাস ও ট্রা‌কের চে‌য়ে মোটরসাইকেল ও ব‌্যক্তিগত গা‌ড়ি বে‌শি পারাপার হ‌য়ে‌ছে।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূ‌ত্রে জানা গে‌ছে, মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার (২১ জুলাই ) সকাল ৬টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুপূর্ব ও পশ্চিমপাড় টোলপ্লাজা দি‌য়ে বাস, ট্রাক, ল‌ড়ি, পিকআপ, মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেল মি‌লি‌য়ে ৩৫ হাজার ৭৯১‌টি যানবাহন পারাপার হ‌য়ে‌ছে।

এতে সেতু‌তে টোল আদায় হ‌য়ে‌ছে ২ কো‌টি ৩০ লাখ ৫৭ হাজার ১৩০ টাকা। এর ম‌ধ্যে সেতু পূর্ব টোলপ্লাজায় ২৬ হাজার ৪৬৮‌টি যানবাহনের বিপরী‌তে এক কো‌টি ৬৯ লাখ ৩৬ হাজার ২৩০ টাকা এবং সেতু প‌শ্চিম টোলপ্লাজায় ৯ হাজার ৩২৩‌টি যানবাহনের বিপরী‌তে ৬১ লাখ ২০ টাকা ৯০০ টাকা টোল আদায় হ‌য়ে‌ছে।

ত‌বে এর আগের ২৪ ঘণ্টায় সেতুতে ৪৮ হাজার ৪২৩টি যানবাহন পারাপার হ‌য়ে‌ছিল। এতে সেতুতে টোলপ্লাজায় টোল আদায় হয়েছিল ২ কোটি ৮৬ লাখ ২৬ হাজার ৯৫০ টাকা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতুর সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, গতকাল থে‌কে বুধবার সকাল পর্যন্ত মহাসড়‌কে প্রচুর গা‌ড়ি আটকা ছিল। ঈদের আগের দিন সেতুর ওপর দি‌য়ে প্রায় ৩৬ হাজার যানবাহন পারাপার হ‌য়ে‌ছে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর