জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি

আপডেট: July 26, 2021 |
print news

 

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ও ওয়ানডের পর টি-টোয়েন্টি জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (২৫ জুলাই) রাতে পৃথক অভিনন্দন বার্তায় জিম্বাবুয়ের বিপক্ষে টি২০ সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলের সব খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান তারা।

হারারের স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ১৯৪ রান তাড়া করে রেকর্ড-গড়া জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে টেস্ট ও ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও জিতল বাংলাদেশ।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর