শীতলক্ষ্যা নদীর পাড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপডেট: July 26, 2021 |

চলমান কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে শীতলক্ষ্যা নদীর পাড়ের ওয়াক ওয়েতে ভিড় করছেন দর্শনার্থীরা। বসেছে চটপটি, ফুসকা ও ভাজাপোড়ার অস্থায়ী দোকানও। দল বেঁধে অনেকে নৌভ্রমণও করছেন। এতে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। অনেকের মুখে নেই মাস্ক। এতে করোনা সংক্রমণের শঙ্কা রয়েছে।

এ নিয়ে গতকাল (২৪ জুলাই) বিকেলে ‘শীতলক্ষ্যা পাড়ে মানুষের ঢল’ এই শিরোনামে নারায়ণগঞ্জের কয়েকটি পত্রিকায় প্রতিবেদন প্রকাশ হয়।

প্রতিবেদনগুলো নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের চোখে পড়ে।

রোববার (২৫ জুলাই) বিকেলে সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদীর পাড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রেজা মোহাম্মদ গোলাম মাসুম প্রধানের নেতৃত্ব অভিযান চালানো হয়।পরে শীতলক্ষ্যা নদীর পাড় অনেকটা ফাঁকা হয়ে যায়।

এ বিষয়ে রেজা মোহাম্মদ গোলাম মাসুম প্রধান বলেন, কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে জেলা প্রশাসন তৎপর রয়েছে। শীতলক্ষ্যা নদীর পাড়ে একটি দোকান খোলা রাখায় ১ হাজার টাকা ও একটি মোটরসাইকেলকে ২০০ টাকা জরিমানা করা হয়।

এদিকে যারা স্বাস্থ্যবিধি মানছেন না, তাদেরকে সচেতন করা হচ্ছে বলেও জানান তিনি।

উল্লেখ্য যে, করোনা সংক্রমণ রোধে ২৩ জুলাই থেকে টানা দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ ঘোষণা করেছে সরকার। আগামী ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত চলবে এ বিধিনিষেধ।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর