টাঙ্গাইলের ঘাটাইলে ভ্রাম্যমাণ আদালতে ৭০ হাজার টাকা জরিমানা

আপডেট: July 28, 2021 |
print news

টাঙ্গাইলের ঘাটাইলে সরকার ঘোষিত লকডাউন অমান্য করায় গতকাল ২৭ জুলাই মঙ্গলবার অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭০ হাজার ৬ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইয়াসমিন এই অভিযান পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পৌরএলাকা, ধলাপাড়া, সাগরদিঘী, জোড়দিঘীসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

লকডাউন অমান্য করে দোকানপাট,ব্যাবসা প্রতিষ্ঠান খোলা রাখা, যানবাহন চালানো এবং জনসমাগম করার কারনে ২৮ জনের বিরুদ্ধে মামলা করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ।

এ সময় তাদের কাছ থেকে ৭০ হাজার ৬ শত টাকা জরিমানা আদায় করা হয়।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর