মেসিকে ব্যালন ডি’অরের যোগ্য মনে করেন না ফ্রান্সের বক্সার টনি ইয়োকা

আপডেট: July 28, 2021 |
print news

টনি ইয়োকা, ফ্রান্সের অলিম্পিক সোনাজয়ী বক্সার। তবে বক্সিং নয়, তিনি এখন আলোচনায় মেসিকে নিয়ে মন্তব্য করে। এ বছর ব্যালন ডি‘অর জয়ের লড়াইয়ে মেসিকে এগিয়ে রাখায় ভীষণ খেপেছেন তিনি। মেসিকে তিনি এবারের ব্যালন ডি’অরের যোগ্য মনে করেন না।

ইনস্টাগ্রামে বিশাল এক পোস্ট দিয়ে ইয়োকা দেখানোর চেষ্টা করেছেন যে মেসি ব্যালন ডি’অরের যোগ্য নন। তিনি লিখেছেন, আমরা এমন একটা সময়ে বাস করছি যখন লা লিগায় তৃতীয় হওয়া একটি দলের খেলোয়াড়কে ব্যালন ডি’অর দিতে চাই আমরা। যার দল চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬-তে ঘরের মাঠে ১-৪ গোলে হেরে বাদ পড়েছে, তাকে ব্যালন ডি’অর দিতে চাই। এমন একজনকে ব্যালন ডি’অর দিতে চাই, যে সুপারকোপা ডি এস্পানার ফাইনালে লালকার্ড খেয়েছে এবং ম্যাচ হেরেছে। শুধু মাত্র চিলি, ইকুয়েডর ও বলিভিয়ার সঙ্গে ৪টি গোল করার জন্য আমরা তাকে ব্যালন ডি’অর দিতে চাচ্ছি।’

ইয়োকা আরো বলেন, ‘সে লা লিগায় ২৯ গোল করেছে এর মধ্যে ২৪টিই পয়েন্ট তালিকার নিচের ৭ দলের বিপক্ষে। চ্যাম্পিয়নস লিগে সে ৫ গোল করেছে যার মধ্যে ৪টিই পেনাল্টি থেকে। সে যদি এটা জিতে তাহলে এটি হবে ইতিহাসের সবচেয়ে নোংরা ব্যালন ডি’অর।

বৈশাখীনিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর