বগুড়ায় করোনা ও উপসর্গে ১৯ জনের মৃত্যু

আপডেট: July 28, 2021 |

বগুড়ায় করোনা ও উপসর্গে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ছয়জন এবং উপসর্গে ১৩ জন মারা গেছেন।

আজ বুধবার (২৮ জুলাই) সকালে জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য জানান।

ডা. মোস্তাফিজুর রহমান বলেন, ২৪ ঘণ্টায় জেলায় ৪৯৪ নমুনা পরীক্ষায় আরও ১০৬ জন শনাক্ত হয়েছেন।

এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮২ নমুনায় ৪৯ জন, জিন এক্সপার্ট মেশিনে আট নমুনায় তিনজন, অ্যান্টিজেন পরীক্ষায় ১৭৩ নমুনায় ৪০ জন এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩১ নমুনায় ১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

ডেপুটি সিভিল সার্জন বলেন, এদের মধ্যে বগুড়া সদরে ৬৩ জন, শাজাহানপুরে ১১ জন, শেরপুরে সাতজন, কাহালুতে পাঁচজন, ধুনটে পাঁচজন, গাবতলীতে পাঁচজন, শিবগঞ্জে তিনজন, সারিয়াকান্দি, সোনাতলা ও দুপচাঁচিয়ায় দুইজন করে এবং নন্দীগ্রাম একজন। একই সময়ে করোনা থেকে ১৬৫জন সুস্থতা লাভ করেছেন।

জেলায় এ পর্যন্ত মোট ১৮ হাজার ৫০৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ১১১জন। ৫৫১ জন মারা গেছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর