১৮ বছর বয়সের কম বয়সীদের আগ্রহ অনুযায়ী বিজ্ঞাপন বন্ধ ঘোষণা ফেসবুকের

আপডেট: July 29, 2021 |
print news

১৮ বছর বয়সের কম বয়সীদের জন্য বিজ্ঞাপন প্রদর্শন বন্ধ করার জন্য গত বছরের সেপ্টেম্বরে গুগল, অ্যামাজন, অ্যাপল, ফেসবুক এবং মাইক্রোসফটের মতো জায়ান্টগুলোকে আহ্বান জানানো হয়েছিলো।

এই আহ্বানে সাড়া দিয়ে অনূর্ধ্ব ১৮ বছর বয়সীদের টাইমলাইনে তাদের নিজস্ব আগ্রহ অনুযায়ী বিজ্ঞাপন বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ফেসবুক।

মঙ্গলবার (২৭ জুলাই) এ ঘোষণা দেয় ফেসবুক কর্তৃপক্ষ।
রয়টার্সের প্রতিবেদনের তথ্য মতে, বিজ্ঞাপনদাতারা ব্যবহারকারীর বয়স, লিঙ্গ এবং ফেসবুক ব্যবহারের পর্যবেক্ষণের সঙ্গে সঙ্গে মেসেঞ্জার এবং তার ফটো-শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে অবস্থান অনুসারে অনূর্ধ্ব ১৮ বছর বয়সীদের টার্গেট করতে পারবেন না।

ফেসবুকের এক মুখপাত্র জানান, বিজ্ঞাপন বন্ধ করা হলেও ব্যবহারকারীর ডেটাতে কোনো পরিবর্তন হবে না।

বৈশাখীনিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর