ভুটান এক সপ্তাহে ৯০ শতাংশ মানুষকে টিকা দিল

আপডেট: July 29, 2021 |
print news

করোনাভাইরাসের মহামারীতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর যখন হিমশিম অবস্থা, তখন মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৯০ শতাংশকে টিকা দিয়ে ‘আশার আলো জ্বালিয়েছে’ হিমালয়ের কোলের দেশ ভুটান।

সিএনএন এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০ জুলাই করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করে মাত্র এক সপ্তাহের মধ্যে ৯০ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিকের টিকার কোর্স শেষ করেছে ভুটান। যাকে একটি ‘অনন্য কীর্তি’ হিসেবে বর্ণনা করেছে জাতিসংঘের সংস্থা ইউনিসেফ।

ভারত এবং চীনের মাঝামাঝি এই দেশটিতে উঁচু হিমালয়ের ঢালে বাস করে সাড়ে ৭ লাখের মতো মানুষ। উচ্চতার পাশাপাশি প্রত্যন্ত পাহাড়ি গ্রামে পৌঁছানোর দুর্গম পথ, পশুপালক যাযাবর জনগোষ্ঠী এবং বিরূপ আবহাওয়া- সব মিলে সারাদেশে টিকা পৌঁছানো ছিল বড় চ্যালেঞ্জ।

গত ২০ জুলাই টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হলেও প্রচারসহ এর প্রস্তুতি চলছিল কয়েক মাস ধরে। প্রত্যন্ত যেসব স্বাস্থ্য ক্লিনিকে পৌঁছানো কষ্টকর, সেসব জায়গায় টিকা পরিবহনের সময় কোল্ড চেইনের ব্যবস্থাও করতে হয়েছে।

যেসব এলাকা আরও বেশি দুর্গম, সেখানে টিকা পাঠানোর জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করেছে ভুটান। পায়ে হাঁটা পাহাড়ি পথে ঘুরে ঘুরে লোকজনকে টিকা দিয়েছেন একদল স্বেচ্ছাসেবী।

দেশটিতে টিকা পাওয়ার যোগ্য মোট ৫ লাখ ৩০ হাজার মানুষের মধ্যে ৪ লাখ ৮০ হাজার জনকে বুধবার পর্যন্ত টিকা দেওয়া শেষ হয়েছে।

রাজধানী থিম্পুতে ইউনিসেফের ভুটান প্রতিনিধি উইল পার্কস বলেন, ‘মহামারীর মধ্যে এটাই ছিল সবচেয়ে বেশি দ্রততার সঙ্গে সম্পন্ন করা টিকাদান কর্মসূচি।’

ভারতের কাছ থেকে উপহার পাওয়া প্রায় ৫ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে গত মার্চ মাসে গণটিকাদান কর্মসূচি শুরু করে ভুটান।

কিন্তু মহামারীর দ্বিতীয় ঢেউয়ে করোনাভাইরাসের অতি সংক্রামক ডেল্টা ধরনে পর্যুদস্ত ভারত টিকা রফতানি বন্ধ করে দিলে অন্যান্য উৎস থেকে টিকা সংগ্রহের চেষ্টা শুরু করে দেশটি।

এ সময় ভুটানের আহ্বানে সাড়া দেয় বেশ কিছু দেশ। ইতোমধ্যে বিশ্বজুড়ে টিকা সরবরাহ নিশ্চিত করার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছ থেকে মডার্নার ৫ লাখ ডোজ টিকা সংগ্রহ করেছে ভুটান।

এ ছাড়া অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৫০ হাজার ডোজ টিকা দিয়েছে ডেনমার্ক। এর আগে চীন দিয়েছিল সিনোফার্মের টিকার ৫০ হাজার ডোজ। ক্রোয়েশিয়া, বুলগেরিয়াসহ আরও কিছু দেশ থেকে আসছে অ্যাস্ট্রাজেনেকার ১ লাখের বেশি টিকা।

সবচেয়ে বেশি টিকা প্রয়োজন এমন দেশের জন্য যেসব দেশে বাড়তি টিকা আছে, তারা এক হয়ে টিকা সরবরাহ করার এমন উদ্যোগ আন্তর্জাতিকভাবেও প্রশংসা কুড়িয়েছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর