লকডাউন বাস্তবায়নে কটিয়াদীতে কঠোর অবস্থানে প্রশাসন

সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে কটিয়াদীতে কঠোর অবস্থানে প্রশাসন। নানা অজুহাতে ঘর থেকে বের হচ্ছে মানুষজন। সাধারণ মানুষের অযথা ঘুরাফেরা রুখতে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন ও জরিমানা অব্যাহত রেখেছেন।
এ সময় মানুষকে মিথ্যার আশ্রয় নিতে দেখা যায়। যারা মিথ্যার আশ্রয় নিয়েছেন ও বিধিনিষেধ অমান্য করেছেন তাদেরকে প্রশাসন জবাবদিহি ও জরিমানা করে সর্তক করেছেন।
শুক্রবার ( ৩০ জুলাই) কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতিশ্বর পালের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ৬ টি মামলা ১৭ হাজার টাকা জরিমানা আদায় করে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইব্রাহিম এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ২০টি মামলা ১ লাখ ৭০ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করে।
এ সময় ভ্রাম্যমাণ আদালত বিনা প্রয়োজনে অযথা বাড়ির বাইরে বের না হতে বারণ করেন। পাশাপাশি মাস্ক পরিধান করা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসাধারণকে উদ্বুদ্ধ করা হয়।
অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা, কটয়িাদী মডেল থানার পুলশি সদস্যরা ও উপজেলা প্রশাসনের কর্মচারীবৃন্দ সক্রিয়ভাবে অংশ নেন।