খানসামায় আগুনে ১৭ ঘর ভস্মীভূত

আপডেট: August 2, 2021 |

দিনাজপুরের খানসামা উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়ে ৬টি পরিবারের ১৭ ঘর পুড়ে ভস্মিভূত হয়ে গেছে। এ অগ্নিকান্ডের ঘটনাটি গতকাল ১ আগস্ট রবিবার দুপুরে উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের চকরামপুর গ্রামের মাঝাপাড়ায় ঘটে।

এ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের একটি ইউনিটের ঘণ্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

জানা গেছে, দুপুর ১টার পর চকরামপুর গ্রামের মাঝাপাড়ার ভূপেন্দ্রনাথ রায়ের বসতঘরে আগুন লাগে। মুর্হুতের মধ্যেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। একে একে ১৭টি বসতঘর, গোয়াল ও রান্নাঘর এবং আসবাবপত্রসহ ঘরের সমস্ত আসবাবপত্র পুড়ে ভস্মিভূত হয়ে যায়।

এদিকে, খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহমেদ মাহবুব-উল-ইসলাম, ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান হাফিজ সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তারা ক্ষতিগ্রস্তদের সরকারি সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

খানসামা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মমতাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি ঘর থেকে অনেক জিনিসপত্র বের করতে পেরেছি।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তিনি আরো জানান-কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরূপণের কাজ চলছে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর