ইউএস ওপেনে ফেদেরারের অংশগ্রহণ শঙ্কায়

আপডেট: August 6, 2021 |

হাঁটুর চোটের কারণে এই মাসের টরোন্টো ও সিনসিনাত্তি মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন রজার ফেদেরার। সুইস তারকার আসন্ন ইউএস ওপেনে অংশগ্রহণও এখন শঙ্কায়।

এর আগে, হাঁটুর চোটের কারণে টোকিও অলিম্পিক থেকে সরে দাঁড়ান ফেদেরার। উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে ছিটকে যাওয়ার পর এই চোটে পড়েন আগামী রবিবার ৪০ বছর বয়সে পা রাখতে যাওয়া ফেদেরার।

গত বছর হাঁটুতে দুইবার অস্ত্রোপচার করতে হয়েছিল ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিককে।

৯ আগস্ট থেকে শুরু হচ্ছে টরোন্টো মাস্টার্স। এর পরের সপ্তাহে শুরু হবে সিনসিনাত্তি মাস্টার্স। ইউএস ওপেন শুরু হবে ৩০ আগস্ট থেকে, নিউইয়র্কে।

চলতি বছর মাত্র ১৩ ম্যাচে কোর্টে দেখা গেছে ফেদেরারকে। গত বছর করোনার কারণে খেলেছেন মাত্র ৬ ম্যাচ।

সুইস তারকা নিজের পঞ্চম ও সর্বশেষ ইউএস ওপেন জেতেন ২০০৮ সালে। ২০১৮ সালে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর আর কোনো প্রধান শিরোপার দেখা পাননি ‘টেনিসের রাজা’ রজার।

এর মধ্যে তার দুই প্রতিদ্বন্দ্বী নোভাক জোকোভিচ আটটি এবং রাফায়েল নাদাল চারটি গ্র্যান্ড স্লাম জেতেন। সেই সঙ্গে তারা সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডে ছুঁয়ে ফেলেন ফেদেরারকে। তিনজনের গ্র্যান্ড স্ল্যাম এখন ২০টি করে।

বর্তমানে ফেদেরার র‌্যাঙ্কিংয়ে রয়েছেন ৯ম স্থানে। ২৩ বছরের ক্যারিয়ার ট্যুরে ১০৩টি শিরোপা জিতেছেন তিনি। তার মধ্যে ৩১০ সপ্তাহ র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর