পরীমনিকে দেখতে আদালতে তার নানা

আপডেট: August 10, 2021 |
print news

চিত্রনায়িকা পরীমনিকে দেখতে আদালতে এসেছেন তার নানা শামসুল হক।

মঙ্গলবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে তিনি সিএমএম আদালত এলাকায় আসেন।

এরপর দুপুর পৌনে ১টার দিকে কয়েকজন স্বজনের কাঁধে ভর করে বয়সের ভারে ন্যুব্জ শামসুল হক এজলাসে প্রবেশ করেন।

এদিকে চারদিনের রিমান্ড শেষে চিত্রনায়িকা পরীমনিকে আদালতে হাজির করা হয়েছে। মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে তাকে আদালতে আনা হয়।

এদিন বনানী থানায় দায়ের করা মাদক মামলায় পরীমনির ফের ৫ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালতে তার রিমান্ড আবেদনের শুনানি হবে।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর