পিএসজির হয়ে মেসি প্রথস অনুশীলন করলেন

আপডেট: August 13, 2021 |

বার্সা ছেড়ে পিএসজিতে মেসি। বুধবার (১১ আগস্ট) আনুষ্ঠানিক ভাবে পরিচয় পর্ব এবং ভক্তদের অভাবনীয় অভ্যর্থনা গ্রহণের পর বৃহস্পতিবার (১২ আগস্ট) সতীর্থদের সাথে অনুশীলন করেছেন লিওনেল মেসি।

পিএসজিতে যোগ দেওয়ার দুদিন পর ক্যাম্প ডি লজের অনুশীলন মাঠে নতুন সতীর্থদের সাথে পরিচিত হন আর্জেন্টাইন সুপারস্টার। কোপা শিরোপা জয়ের পর আর মাঠে নামা হয়নি মেসির। বৃহস্পতিবার কিছুটা ব্যায়াম সেরেই পিএসজির অনুশীলনে যোগ দেন ৩৪ বছর বয়সী এই সাবেক বার্সা তারকার।

মেসির সাথে অনুশীলনে ছিলেন ব্রাজিলীয় তারকা নেইমার, ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে, রামোসসহ স্কোয়াডের প্রায় সবাই। এদিন উরিডু গ্রাউন্ডে আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনোর অধীনে অনুশীলন করেন মেসি-নেইমাররা। এখন পিএসজির প্রধান লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা।

পিএসজির সামাজিক যোগাযোগের মাধ্যমে বৃহস্পতিবার দেওয়া ভিডিওতে দেখা যায়, শুরুতে নতুন সতীর্থদের সঙ্গে সাক্ষাতের পর কিছুক্ষণ ব্যায়াম করেন মেসি। এরপর চলে পুরোদমে অনুশীলন।

শোনা যাচ্ছে, ২৯ আগস্ট রেইমসের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে পিএসজির নতুন ৩০ নম্বর জার্সিতে অভিষেক হতে পারে মেসির। ফ্রেঞ্চ লিগের খেলা মাঠে গড়িয়েছে ৮ আগস্ট। নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৫ আগস্ট স্ত্রাসবুর্গের বিপক্ষে মাঠে নামছে পিএসজি।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর