কিংস্টনে লিড নিয়ে মাঠ ছেড়েছে ক্যারিবিয়ানরা

আপডেট: August 14, 2021 |
পাকিস্তানকে অস্বস্তিতে ফেলে নিজেরাও অস্বস্তিতে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তবে ক্রেইগ ব্র্যাথওয়েট-জেসন হোল্ডারে কোনোমতে রক্ষা পায় ক্যারিবিয়ানরা। শেষ পর্যন্ত কিংস্টনে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে লিড নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিক দল।

প্রথম ইনিংসে পাকিস্তানের দেওয়া ২১৭ রানের লিডের জবাবে খেলতে নেমে উইন্ডিজ ৮ উইকেট হারিয়ে ২৫১ রান করে। লিড ৩৪ রানের। হাতে আছে ২ উইকেট। ২০ রান নিয়ে অপরাজিত আছেন জশুয়া ডি সিলভা। তার সঙ্গে আছেন জোমেল ওয়ারিক্যান।

কিন্তু ব্র্যাথওয়েটের হার না মানা মানসিকতা লড়াইয়ে টিকিয়ে রাখে উইন্ডিজকে। এবার জেসন হোল্ডারকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন প্রতিরোধ। ৯৬ রানের জুটিতে সামলে ওঠেন বিপর্যয়। হোল্ডার ১০৮ বলে ৫৮ রান করে ফিরলে ভাঙে এই জুটি। তবে ব্র্যাথওয়েট থামেন দলকে লিড এনে দিয়েই। আফসোস মাত্র ৩ রানের জন্য পাননি সেঞ্চুরি। ২২১ বলে ৯৭ রানের ইনিংসটির সমাপ্তি ঘটে রানআউটে।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মোহাম্মদ আব্বাস। ২ উইকেট নেন শাহেন শাহ আফ্রিদি। ১টি করে উইকেট নেন ফাহিম আশরাফ ও হাসান আলী।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর