তালেবানের ওপর নিষেধাজ্ঞা দিল ফেসবুক

আপডেট: August 17, 2021 |
print news

আফগানিস্তানের তালেবান সমর্থনে ফেসবুকে সমস্ত রকম পোস্ট বা মন্তব্য নিষিদ্ধ ঘোষণা করা হল ফেসবুকের পক্ষ থেকে। তালেবানকে ‘জঙ্গিগোষ্ঠী’ উল্লেখ করে ফেসবুক জানিয়েছে, যাঁরা তালেবানের সমর্থনে তাদের প্ল্যাটফর্মে কোনও পোস্ট বা মন্তব্য করবেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হবে।

এই নীতি হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

ফেসবুক এর এক মুখপাত্র মঙ্গলবার জানান, ‘বিপজ্জনক সংগঠন’ সংক্রান্ত সমস্ত নিয়মাবলি মেনেই তালেবানের বিরুদ্ধে এই পদক্ষেপ করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা আফগানিস্তানের পরিস্থিতি খুঁটিয়ে পর্যবেক্ষণ করছি। তালেবানের সমর্থনে করা পোস্টগুলি চিহ্নিত করে মুছে দেওয়া হবে।

যে অ্যাকাউন্ট থেকে এমন পোস্ট করা হয়েছে, সেটি নিষিদ্ধ করা হবে।’ আফগানিস্তানে সক্রিয় তালেবান গোষ্ঠীগুলির হোয়াটসঅ্যাপ গ্রুপগুলির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার ঘোষণা করেছেন তিনি।

যদিও জানা যাচ্ছে, ফেসবুক তাদের ‘বিপজ্জনক সংগঠন’ ঘোষণা দেওয়ার পরেও তালিবান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে আগের মতোই ব্যবহার করে চলেছে। সূত্র: জিনিউজ

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর