আফগান শরণার্থীদের আশ্রয় দেবে উগান্ডা

আপডেট: August 18, 2021 |

যুক্তরাষ্ট্রের অনুরোধে ২ হাজার আফগান শরণার্থীকে সাময়িক আশ্রয় দিতে রাজি হয়েছে আফ্রিকার দরিদ্র দেশে উগান্ডা।

তালেবান রাজধানী কাবুল দখল নেওয়ায় মঙ্গলবার উগান্ডার পক্ষ থেকে জানানো হয়, ওয়াশিংটনের বিশেষ অনুরোধে তারা কিছু আফগান শরণার্থীদের আশ্রয় দিতে যাচ্ছে। প্রথম দফায় ৫০০ আফগান নাগরিক উগান্ডায় প্রবেশের কথা রয়েছে।

উগান্ডার শরণার্থীবিষয়ক মন্ত্রী এস্তার আন্যাকুন দাভিনিয়া বলেন, যুক্তরাষ্ট্র আফগান শরণার্থী গ্রহণের বিষয়ে অনুরোধ জানায়। মানবিক দিক বিবেচনায় দুই হাজার শরণার্থীকে সাময়িকভাবে আশ্রয় দেওয়ার জন্য সম্মতি জানিয়েছেন উগান্ডার প্রেসিডেন্ট।

তারা তিন মাস উগান্ডায় থাকবে, পরে তাদের অন্যত্র স্থানান্তর করবে যুক্তরাষ্ট্র। তবে কবে থেকে শরণার্থীরা দেশটিতে যাওয়া শুরু করবে এ বিষয়ে নিশ্চিত করেনি কামপালা।

তালেবান গোষ্ঠী আফগান সরকারকে হটিয়ে ক্ষমতা দখলে নেয় গত রবিবার। এরপরই আফগানিস্তানসহ পুরো অঞ্চলে অস্থিরতা দেখা দিয়েছে। যেসব আফগান নাগরিকরা দেশ ছাড়তে ইচ্ছুক তাদের আশ্রয় দিতে বিশ্বের কয়েকটি দেশকে অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর