করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে খুলনা বিভাগে

আপডেট: August 19, 2021 |
print news

খুলনা বিভাগের ১০ জেলায় করোনা সংক্রমণ কমেছে। একই সঙ্গে হাসপাতালগুলোতে আক্রান্ত রোগীর ভর্তি সংখ্যাও কমে আসছে। সঙ্গে সঙ্গে কমে এসেছে মৃত্যু ও শনাক্তের সংখ্যাও।

খুলনা বিভাগে করোনায় গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৪২২ জনের।

আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে বুধবার (১৮ আগস্ট) বিভাগে ১৬ জনের মৃত্যু হয়েছিল। একই সময়ে শনাক্ত হয়েছিল ৪২৩ জনের।

স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ চারজনের মৃত্যু হয়েছে যশোরে। ২ জন করে মৃত্যু হয়েছে খুলনা, বাগেরহাট ও ঝিনাইদহ। মাগুরায় একজন মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ১ লাখ ৫ হাজার ৬২৬ জন।

আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৮৭৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯০ হাজার ৫৪৪ জন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর