অলৌকিকভাবে বেঁচে গেল ২ বছরের শিশু

আপডেট: September 25, 2020 |

ট্রেনের নিচে পড়ে গিয়েও প্রাণে বেঁচে গেল দুই ‌বছরের শিশু। আর এই আশ্চর্য ঘটনা ঘটে গেল ভারতের ফরিদাবাদে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা গেছে, ফরিদাবাদের বল্লভগড় স্টেশনের কাছে রেললাইনের ওপরে খেলছিল দুবছরের সেই শিশু ও তার বড় ভাই। সেই বড় ভাই হঠাৎই তার ছোট ভাইকে ধাক্কা মেরে লাইনে ফেলে দেয়।

ঠিক তখনই তার দিকে ছুটে আসছিল একটি মালবাহী ট্রেন। লাইনের ওপরে বাচ্চাটাকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গেই ব্রেক কষেন এক লোকো পাইলট। কিন্তু ততক্ষণে ট্রেন বাচ্চাটির গায়ের ওপর দিয়ে চলে গেছে।

ট্রেন থামতেই আতঙ্কিত হয়ে চালকেরা নেমে আসেন। নামতেই চমকে ওঠেন তারা। আনন্দে আত্মহারা হয়ে ওঠেন। বাচ্চাটি ইঞ্জিনের নীচে। কিন্তু নড়াচড়া করছে। এবং উদ্ধার করার পর দেখা যায়, গায়ে একটি আঁচড়ও লাগেনি তার। তারপর তাকে তার মায়ের হাতে তুলে দেয়া হয়।

জানা গেছে, এই ঘটনার পর ট্রেনের লোকো পাইলটদের পুরস্কৃত করা হবে বলে ঘোষণা করল ভারতের রেল কর্তৃপক্ষ।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর