আফগানিস্তান নিয়ে বিতর্কিত টুইট, স্বরার বিরুদ্ধে অভিযোগ দায়ের

আপডেট: August 20, 2021 |
print news
আফগানিস্তানে তালিবানি শাসন কায়েম হওয়ার পর ‘হিন্দুত্ব সন্ত্রাস’-র সঙ্গে তুলনা টেনে বিতর্কিত টুইট করেছেন অভিনেত্রী স্বরা ভাস্কর। তার বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ করলেন রাজ চৌধুরী নামে কলকাতার যুবক।
sawra
কলকাতা পুলিশের সাইবার সেলে লিখিত অভিযোগ করেছেন তিনি। তার প্রতিলিপি পাঠিয়েছেন কলকাতার পুলিশ কমিশনারকেও।
মঙ্গলবার (১৭ অগাস্ট) টুইটারে স্বরা লিখেছিলেন, ‘আমরা হিন্দুত্ব সন্ত্রাস নিয়ে কিছু বলব না। কিন্তু তালিবান সন্ত্রাস নিয়ে আতঙ্কিত হব। তালিবান সন্ত্রাস নিয়ে শান্ত থাকতে পারব না আবার হিন্দুত্ব সন্ত্রাস নিয়ে ক্ষোভ উগরে দেব- এটাও ঠিক নয়! শাসক ও শোষিতের পরিচয়ের উপরে মানবিকতা ও মূল্যবোধ নির্ভর করতে পারে না।’ স্বরার এই টুইটের পর তার গ্রেফতারির দাবি করেন নেটিজেনরা।
Share Now

এই বিভাগের আরও খবর