চ্যাম্পিয়ন্স লিগ: কোন গ্রুপে কোন দল

আপডেট: August 27, 2021 |
print news

ক্লাব ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। পুরো বিশ্বের ফুটবলপ্রেমিদেরই নজর থাকে এই টুর্নামেন্ট। বৃহস্পতিবার (২৬ আগস্ট) ইস্তাম্বুলে হয়েছে এই প্রতিযোগিতার গ্রুপ পর্বের ড্র। ৩২ দল ভাগ হয়েছে ৮টি গ্রুপে।

গ্রুপ পর্বেই দেখা যাবে বেশ জমজমাট কিছু লড়াই। একই গ্রুপে পড়েছে ম্যানচেস্টার সিটি-পিএসজি, অ্যাথলেটিকো মাদ্রিদ-লিভারপুল, ইন্টার মিলান-রিয়াল মাদ্রিদের মতো ক্লাবগুলো। কাগজে-কলমে তুলনামূলক কঠিন লড়াই হবে এ গ্রুপে।

গ্রুপ পর্বে কে কোন গ্রুপে
গ্রুপ এ : ম্যানচেস্টার সিটি, পিএসজি, আরবি লিপজিগ, ক্লাব বুর্গ
গ্রুপ বি : অ্যাটলেটিকো মাদ্রিদ, লিভারপুল, পোর্তো, এসি মিলান
গ্রুপ সি : স্পোর্টিং, বরুশিয়া ডর্টমুন্ড, আয়াক্স, বেসিকততাস
গ্রুপ ডি : ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, শাখতার দোনেস্ক, সেরিপ ট্রিপাসল
গ্রুপ ই : বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, বেনফিকা, ডায়নামো কিয়েভ
গ্রুপ এফ : ভিয়া রিয়াল, ম্যানচেস্টার ইউনাইটেড, আতলান্তা, ইয়াং বয়েস
গ্রুপ জি : লিলে, সেভিয়া, রেড বুল সালসবুর্গ, উলফসবুর্গ
গ্রুপ এইচ : চেলসি, জুভেন্তাস, সেন্ট পিটার্সবার্গ, মালমো

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর