অভিনেত্রী গহনার পোশাক ছিঁড়ে দিয়েছেন মুম্বাই পুলিশ

আপডেট: August 29, 2021 |
print news

মুম্বাই পুলিশকে কাঠগড়ায় দাঁড় করালেন মডেল ও অভিনেত্রী গহনা বশিষ্ঠ। তার অভিযোগ, পুলিশ সদস্যরা তার পোশাক ছিঁড়ে দিয়েছেন।

শনিবার সোশ্যাল মিডিয়ায় গহনা একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে, তার হলুদ রঙের সালোয়ারের হাতার নিচের অংশ ছিঁড়ে গেছে। হাত তুলে সেই অংশের ছবি পোস্ট করেছেন গহনা।

তিনি লিখেছেন, পুলিশ আমার এই দুর্দশা করেছে। সব অ্যাকাউন্ট (ব্যাংক অ্যাকাউন্ট) বন্ধ করে দিয়েছে। টাকা নেই। বাড়ি ফিরতে পারছি না। ফিরলে পুলিশে গ্রেফতার করে নেবে। মোবাইল, ল্যাপটপ সব নিয়ে নিয়েছে।

পুলিশের উদ্দেশে গহনার প্রশ্ন, এখনও মন ভরেনি আপনাদের? আর কত মিথ্যে গল্প বানাবেন? আর কত অত্যাচার করবেন?

গত ফেব্রুয়ারি মাসে পর্নো ভিডিও বানানো এবং বিভিন্ন অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে গহনাকে গ্রেফতার করে পুলিশ।

চার মাস কারাগারে থাকার পর জামিনে মুক্ত হন তিনি। তার বিরুদ্ধে এও অভিযোগ ছিল, টাকার প্রলোভন দেখিয়ে উঠতি অভিনেতা-অভিনেত্রীদের দিয়ে পর্নো ছবি বানাতেন তিনি।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর