করোনাভাইরাসে আইভরি কোস্টের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু

আপডেট: September 12, 2021 |
print news

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টের সাবেক প্রধানমন্ত্রী চার্লেস কোনান ব্যানি।

প্যারিসের একটি মার্কিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

চার্লেসের বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত আইভরি কোস্টের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট আলাসানা ওয়াত্তারা। চার্লেসকে ‘ভাই ও বন্ধু’ আখ্যা দিয়ে এক টুইটবার্তায় তিনি লিখেছেন— ‘তিনি ছিলেন রাষ্ট্রের একজন মহান সেবক।’

আইভরি কোস্টের আরেক সাবেক প্রধানমন্ত্রী গিলাম সরো শোক প্রকাশ করে বলেছেন— দেশের রাজনীতি এবং রাজনীতিবিদদের সম্পর্কে আমার ধারণাই পাল্টে দিয়েছিলেন চার্লেস।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর