পিসিবির নতুন চেয়ারম্যান রমিজ রাজা

আপডেট: September 13, 2021 |
print news

শেষ পর্যন্ত গুঞ্জনটাই সত্যি হল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন চেয়ারম্যান হলেন সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা।

এবারের নির্বাচনে পিসিবির চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন ২ জন। রমিজের প্রতিদ্বন্দ্বি ছিলেন আসাদ আলী খান। তবে শেষমুহুর্তে সরে দাঁড়ান আসাদ।

যে কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিসিবির চেয়ারম্যান নির্বাচিত হন রমিজ। সংস্থাটির ৩৬তম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে চলেছেন তিনি। তার দায়িত্বের মেয়াদ ৪ বছর।

পিসিবির সর্বশেষ চেয়ারম্যান ছিলেন এহসান মানি। বলিষ্ঠ নেতৃত্ব আর সরব কার্যক্রমের মাধ্যমে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোসহ বেশ কিছু কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন তিনি।

তবে মেয়াদ শেষে শারীরিক অসুস্থতার জন্য আর চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য আগ্রহ প্রকাশ করেননি মানি।

মানি সরে দাঁড়ানোয় খোদ পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান চাচ্ছিলেন রমিজই পিসিবির চেয়ারম্যান হোক।

শেষ পর্যন্ত তার ইচ্ছেই পূরণ হলো। আগামী চার বছর দেশটির ক্রিকেটের ভাল-মন্দ দেখভাল করবেন সাবেক এ ক্রিকেটার।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর