মহাকাশে হবে রুশ ছবির দৃশ্যায়ন

আপডেট: September 18, 2021 |
print news

মহাকাশে দৃশ্য ধারণ করা হবে ছবির। এমনই উদ্যোগ নিয়েছে রাশিয়া। কল্পকাহিনী নির্ভর পূর্ণদৈর্ঘ্যের ওই ছবির নাম ‘দ্য চ্যালেঞ্জ’। আগামী মাসে ছবির পরিচালক ও অভিনেত্রী পাড়ি জমাবেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে।

সবকিছু ঠিক থাকলে এটিই হবে মহাকাশে নির্মিত প্রথম ছবি। এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রাশিয়ার সায়েন্স মডিউলে ধারণ করা হবে ছবির দৃশ্য। এ বিষয়ে মেডিকেল ও নিরাপত্তা বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কমিশন ছবির পরিকল্পনা অনুমোদন করেছে।

ছবির নায়িকা ইউলিয়া পেরেসলিড জানান, ছবির জন্য মেকআপ আর্টিস্ট ও কস্টিউম ডিজাইন করা শিখতে হয়েছে তার। শুধু তাই নয়, মহাকাশ ভ্রমণ বিষয়ে প্রশিক্ষণ নিতে হয়েছে। ইউলিয়া বলেন, ‘মহাকাশে দৃশ্যধারণ তো পৃথিবীপৃষ্ঠের মতো হবে না। তবে আমরা আমাদের সেরা চেষ্টাটুকু করবো। আমি প্রস্তুত।’

নির্মাতা লিম শিপেনকো জানান, ‘একজন সাধারণ চিকিৎসককে নিয়ে ছবির কাহিনী, যিনি কখনো ভাবেননি মহাকাশে মহাকাশচারীর প্রাণ বাঁচাতে হবে তাকে।’

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর