আজের্ন্টিনার মন্ত্রিসভায় রদবদল

আপডেট: September 18, 2021 |
print news

আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ নতুন মন্ত্রিসভার ঘোষণা দিয়েছেন।

ভাইস প্রেসিডেন্টের সাথে তিক্ততার জের ধরে সৃষ্ট রাজনৈতিক সংকট সমাধানের লক্ষ্যে তিনি শুক্রবার এ রদবদলের ঘোষণা দেন।

নতুন মন্ত্রিসভায় যোগ দেয়া মন্ত্রীরা সোমবার শপথ নেবেন। এরা হলেন- এনিবাল ফার্নান্দেজ (নিরাপত্তা), জুলিয়ান ডোমিনগুয়েজ (পশু, কৃষি ও মৎস্য), জুয়ান পারজিক (শিক্ষা) এবং ড্যানিয়েল ফিলমুস (বিজ্ঞান ও প্রযুক্তি)।

চলতি সপ্তাহে পার্লামেন্টের প্রাইমারি নির্বাচনে জাতীয় পর্যায়ে ক্ষমতাসীন ফ্রেন্টে ডি টোডোস এর জোট মাত্র ৩১ ভোটে জয়ী হলে প্রেসিডেন্ট ফার্নান্দেজ এবং তার ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনা ক্রিচনারের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।

কারণ এই ফলাফল সিনেটে ক্ষমতাসীন দলকে আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠেয় পার্লামেন্টের উপ-নির্বাচনের জন্যে ঝুঁকি তৈরি করবে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর