নতুন বিজ্ঞাপনে নুসরাত ফারিয়া

আপডেট: September 19, 2021 |
print news

নিয়মিত সিনেমায় কাজ করছেন ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। মাঝে মধ্যে দেখা যায় বিজ্ঞাপনে। তারই ধারাবাহিকতায় নতুন বিজ্ঞাপনে কাজ করছেন অভিনেত্রী। এর মাধ্যমে দীর্ঘ সাত বছর পর আবারও জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর বিজ্ঞাপনে কাজ করছেন নায়িকা।

জানা গেছে, শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে রাজধানীর বনানীতে অনলাইনভিত্তিক নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরবরাহকারী প্রতিষ্ঠান ‘চালডাল’ এর বিজ্ঞাপনের শুটিং করছেন নুসরাত ফারিয়া।

এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘এই শুটের মাধ্যমে দীর্ঘ সাত বছর পর ফারুকী ভাইয়ের সঙ্গে কাজ করছি। তার সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে।’

৭ বছর আগে একই নির্মাতার পরিচালনায় একটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন নুসরাত ফারিয়া। চলতি মাসেই চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে জুটি হয়ে একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি। বর্তমানে বিজ্ঞাপনটি প্রচারের অপেক্ষায় আছে।

নুসরাত ফারিয়া অভিনীত মুক্তির অপেক্ষায় আছে ‘ঢাকা ২০৪০’, ‘পাতাল ঘর’ ও কলকাতায় ‘ভয় রাজা’ নামের সিনেমাগুলো।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর