ঘরের মাঠে জয়বঞ্চিত ম্যানসিটি

আপডেট: September 19, 2021 |
print news

ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে সাউদাম্পটনের বিপক্ষে জয়বঞ্চিত হয়েছে ম্যানচেস্টার সিটি। গোলশূন্য ড্র হয়েছে ম্যাচটি।

শনিবার ঘরের মাঠ ইতিহাদে সিটি তাদের সেরা খেলাটা খেলতে পারেনি। তাতে প্রথমার্ধে জালের নাগাল পায়নি তারা। দ্বিতীয়ার্ধের শুরুতে সিটির পরিস্থিতি হয় আরও শোচনীয়। এ সময় তাদের কাইল ওয়াকার বক্সের মধ্যে সাউদাম্পটনের অ্যাডাম আর্মস্ট্রংকে ফাউল করে লাল কার্ড দেখেন। অন্যদিকে পেনাল্টি পায় সাউদাম্পটন। অবশ্য ভাগ্য সঙ্গে ছিল সিটির। ভিডির অ্যাসিস্ট্যান্ট রেফারি তথা ভিএআর চেকে দুটো থেকেই রেহাই পায় স্কাই ব্লুজরা।

এরপর গোল পেতে মরিয়া সিটি বেঞ্চ থেকে মাঠে নামায় কেভিন ডি ব্রুইন ও ফিল ফোডেনকে। শেষ দিকে সিটির রহিম স্টার্লিং জালের নাগাল পেয়েছিলেনও। কিন্তু সেটি অফসাইডের কারণে বাতিল হয়। তাতে গোলশূন্য ড্রয়ের মধ্য দিয়েই শেষ হয় ম্যাচ।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর