গ্রীষ্মেই মুক্তি পাবে ঐশ্বরিয়ার মহাকাব্যিক সিনেমা

আপডেট: September 19, 2021 |
print news

ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত পরিচালক মনি রত্নমের মহাকাব্যিক সিনেমা “পন্নিইন সেলভানে” এর শ্যুটিং শেষ হয়েছে। আসছে গ্রীষ্মেই মুক্তি পাবে সিনেমাটির প্রথম পর্ব।

রোববার (১৯ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে সিনেমার একটি নতুন পোস্টার শেয়ার করেন সাবেক এই বিশ্বসুন্দরী। এরইমধ্যে তা ভক্তদের মাঝে সাড়া ফেলেছে দারুণভাবে।

এ সপ্তাহের শুরুতেই ভারতের তামিলনাড়ু রাজ্যের পোল্লাচিতে শেষ কিছু দৃশ্যের শ্যুটিং শুরু হয়। আর শুক্রবার কয়েকটি প্যাচওয়ার্ক দৃশ্যের মধ্যদিয়ে শেষ হয় পুরো সিনেমার শ্যুটিং।

১০ বছর আগে মণি রত্নমের ‘রাবণ’ সিনেমায় অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এবারে এই পরিচালকের নির্দেশনায় পর্দায় কী চমক দেখাবেন বচ্চন-বধূ, সেই অপেক্ষায় তাবৎ ভক্তরা। সূত্র: পিংক ভিলা।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর