আবাহনীর হকি কমিটির চেয়ারম্যান হলেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ

আপডেট: September 19, 2021 |
print news

২০২০-২০২১ মৌসুমের জন্য আবাহনীর হকি কমিটির চেয়ারম্যান করা হয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদকে। রোববার (১৯ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা জয়, নসরুল হামিদ জাতীয় পর্যায়ের একজন হকি খেলোয়াড় ছিলেন। তিনি জাতীয় যুব হকি দলের হয়ে দুইবার জাতীয় যুব হকি লিগে অংশ নিয়েছেন। সাধারণ বীমা ক্লাবের হয়ে তিনি প্রথম বিভাগে হকি খেলেছেন। বর্তমানে তিনি আবাহনী লিমিটেডের একজন পরিচালক।

আবাহনী লিমিটেড প্রত্যাশা করে যে, নসরুল হামিদ একজন ক্রীড়ামোদী সংগঠক হিসেবে একটি শক্তিশালী হকি দল গঠন করে আবাহনীর সাফল্যের ধারা অব্যাহত রাখবেন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর