দেশের জনগণকে ধন্যবাদ দিয়ে যা বললেন পুতিন

আপডেট: September 21, 2021 |
print news

রাশিয়ার সংসদ নির্বাচনে নিজ দলের ওপর আস্থা রাখায় দেশের জনগণকে ধন্যবাদ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রবিবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর সোমবার দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধানের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন পুতিন।

এসময় তিনি, “আমি রাশিয়ার নাগরিকদের প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতার কথা বলতে চাই। প্রিয় বন্ধুরা, আপনাদের আস্থার জন্য ধন্যবাদ।”

এবারের নির্বাচনেও পুতিনের দল ‘ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া’ সংসদে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, সোমবার পর্যন্ত ৯৯ শতাংশ ভোট গণনা করা হয়েছে। রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্যমতে, গণনা হওয়া ভোটের মধ্যে পুতিনের দল ৫০ শতাংশের কাছাকাছি ভোট পেয়েছে। ইউনাইটেড রাশিয়ার নিকটতম প্রতিদ্বন্দ্বী কমিউনিস্ট পার্টি ভোট পেয়েছে প্রায় ১৯ শতাংশ।

তবে ইউনাইটেড রাশিয়া ২০১৬ সালের সংসদ নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে খারাপ করেছে। কারণ, গত নির্বাচনে দলটি ৫৪ শতাংশের বেশি ভোট পেয়েছিল।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর