সাংবাদিকদের একাউন্ট তলব মানে সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ: ইনু

আপডেট: September 21, 2021 |

জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, সংঘবদ্ধভাবে সম্মানিত সাংবাদিকদের ব্যাংক একাউন্ট তলব করা মানে সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ করা।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হাসানুল হক ইনু এমপি বলেন, বেশ কিছুদিন ধরে সরকারের ভেতরে এক ধরনের সমন্বয়হীনতা দেখা যাচ্ছে। এই সমন্বয়হীনতার কারণে প্রশাসনের ভেতরে দুর্নীতিবাজ সিন্ডিকেট সরকারের উন্নয়নের সুফল ধ্বংস করছে। পাশাপাশি প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা একটি চক্র শেখ হাসিনা ও বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। এরই অংশ হিসেবে হঠাৎ করে সম্মানিত সাংবাদিকদের ব্যাংক একাউন্ট তলব করা হয়েছে।

বিএনপির আন্দোলন সম্পর্কে তিনি বলেন, দুর্নীতিবাজ, জঙ্গি ও সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে বিএনপির আন্দোলনের ঘোষণা জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছুই না।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর