পিএসজির ম্যাচ থেকে ছিটকে গেলেন মেসি

আপডেট: September 21, 2021 |
print news

লিওঁর বিপক্ষে দল তখন পয়েন্ট হারানোর শঙ্কায়। তখনই মাঠ থেকে লিওনেল মেসিকে তুলে দেন পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো। এরপর মেসি নিজেও সন্তুষ্ট ছিলেন না, হাত মেলাননি কোচ মরিসিও পচেত্তিনোর সঙ্গে। এ নিয়ে আলোচনা সমালোচনাও কম হয়নি।

আজ ফরাসি সংবাদ মাধ্যম জানাচ্ছিল, পরের ম্যাচে দলের মূল একাদশে নাও থাকতে পারেন আর্জেন্টাইন অধিনায়ক। এবার পিএসজি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, চোটের কারণে পরের ম্যাচে খেলা হচ্ছে না তার।

কিছুক্ষণ আগে এক বিবৃতিতে পিএসজি তাদের স্কোয়াডের সব খেলোয়াড়ের চোট নিয়ে সবশেষ তথ্য জানিয়েছে। সেখানেই উঠে এসেছে এই বিষয়টি। বিবৃতিতে বলা হয়েছে, ‘লিওনেল মেসি, যিনি লিওঁঁর বিপক্ষে বাম হাঁটুতে চোট পেয়েছিলেন, মঙ্গলবার সকালে তার এমআরআই পরীক্ষা করা হয়েছে।

তারই ফলাফলে উঠে এসেছে তার হাড়ে আঘাতের চিহ্ন। আগামী ৪৮ ঘণ্টায় তার চোটের সবশেষ অবস্থা জানতে আবারও পরীক্ষা করা হবে তার।’

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর