আজকেও একাদশে জায়গা হবে না সাকিবের
আপডেট: September 26, 2021
|

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের এবারের আসরে প্রথম পর্বে প্রথম তিনটি ম্যাচে খেলার সুযোগ হয়েছিল সাকিব আল হাসানের। বোলিংয়ে ভালো করলেও ব্যাটিংয়ে যাচ্ছেতাই পারফর্মেন্স ছিল তার। ফলাফল হিসেবে তিনি পরেন বাতিলের খাতায়।
প্রথম পর্বে এরপর আর কোন ম্যাচে খেলার সুযোগ হয়নি সাকিবের। এরপর দ্বিতীয় পর্ব শুরু হয় এবং সেখানে প্রথম দুটি ম্যাচেই দুর্দান্ত পারফর্ম করে কলকাতা। এই দুই ম্যাচের একাদশেও খেলা হয়নি সাকিবের।
আজকে ফের মাঠে নামবে কলকাতা। আজকের ম্যাচে তাদের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। আজকের ম্যাচেও একাদশে দেখা যাবে না সাকিবকে।
৯ ম্যাচ শেষে চেন্নাই সুপার কিংস ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে আছে তালিকার দ্বিতীয় স্থানে। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে কলকাতা আছে তালিকার চার নম্বরে।