অবশেষে ইতালির মাটিতে পা রাখলো ১২২ অভিবাসী

আপডেট: September 26, 2021 |
print news

ভূমধ্যসাগরীয় অঞ্চলের অভিবাসীদের উদ্ধারকারী জাহাজ ওশান ভাইকিংকে বন্দরে ভেড়ার অনুমতি দিয়েছে ইতালি। সম্প্রতি অনুমতি মেলার পর সিসিলি বন্দরে নেমেছে নারী-শিশুসহ ১২২ অভিবাসী। এক টুইট বার্তায় একথা জানিয়েছে অভিবাসন সংস্থা এসওএস মেডিটেরিয়ান। সিসিলিয়ান বন্দর আগুস্তায় নামা এসব অভিবাসীদের মধ্যে ১২ জন নারী এবং ৪৭ অপ্রাপ্তবয়স্ক রয়েছে।

২০ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটির দিনে উদ্ধার হওয়া বেশিরভাগ অভিবাসী লিবিয়া থেকে সমুদ্র পাড়ি দিতে রওনা দিয়েছিল৷ তাদের অনেকেই কয়েক দিন ধরে সমুদ্রে ভাসছিল। অভিবাসীদের ভূমিতে পদার্পনে সহায়তা করতে পেরে স্বস্তিবোধ করছেন বলে জানিয়েছেন এসওএস মেডিটেরিয়ানের মুখপাত্র মেরিল সতি।

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) মুখপাত্র সাফা মিশেলি শুক্রবার টুইটারে বলেন, জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে প্রায় ২২ হাজার মানুষকে আটক করা হয়েছিল, যা ২০২০ সালের চেয়ে ১২ হাজার বেশি।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর