প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গাইলেন ঝিলিক

আপডেট: September 27, 2021 |
print news

চ্যানেল আই-সেরাকণ্ঠ প্রতিযোগিতার প্রথম আসরের চ্যাম্পিয়ন ঝিলিক প্রথমবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গান গাইলেন। এরআগে প্রেমের গানের বাইরেও বেশকিছু বিষয়ভিত্তিক গানে কণ্ঠ দিয়েছেন তিনি। তবে এবার তিনি এ গানের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন।

গানটির শিরোনাম ‘শুভ জন্মদিন হে বঙ্গবন্ধু কন্যা’। জামাল হোসেনের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইবরার টিপু। গানটি ভিডিও আকারে প্রকাশ হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে। এরইমধ্যে গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি। ভিডিও ধারণও সম্পন্ন হয়েছে। গানটি নিয়ে বেশ উচ্ছ্বসিত ঝিলিক।

এ বিষয়ে সঙ্গীত তারকা বলেন, বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের গানই আসলে গাওয়া হয়েছে। তবে আমাদের বর্তমান প্রধানমন্ত্রীকে নিয়ে গাইতে পারাটা আমার জন্য বেশ সুখকর বিষয়। আমাদের মমতাময়ী প্রধানমন্ত্রীর জন্মদিনে তাকে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েই গানটি করা। এর কথা ও সুরও অনেক মনে ধরেছে আমার। আমার বিশ্বাস গানটি ভালো লাগবে সবার।

এদিকে, এটি ছাড়াও ঝিলিক নতুন বেশকিছু গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এরমধ্যে কয়েকটি গানের কাজ শেষ, আছে প্রকাশের অপেক্ষায়। আর কয়েকটি গানে সামনে কণ্ঠ দেবেন তিনি।

নতুন গান প্রসঙ্গে ঝিলিক বলেন, করোনার কারণে স্টেজ শো অনেকটা বন্ধই বলা চলে। এই সময়টাতে রেকর্ডিংয়েই সময় দিচ্ছি। এরইমধ্যে কয়েকটি গানের কাজ শেষ হয়েছে। আমার বিশ্বাস গানগুলো প্রকাশ হলে ভালো লাগবে সবার।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর