সমলিঙ্গের বিয়ের বৈধতা দিচ্ছে সুইজারল্যান্ড!

আপডেট: September 27, 2021 |
print news

সুইজারল্যান্ডে গণভোটের মাধ্যমে সমলিঙ্গের মধ্যে বিয়েকে বৈধতা দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। দেশটির ৬০ শতাংশ ভোটাররা সমলিঙ্গের মধ্যে বিয়েকে সমর্থন করেছে। এর মধ্য দিয়ে দেশটি পশ্চিম ইউরোপের সঙ্গে ভারসাম্য বজায় রাখল।

তবে সমলিঙ্গের মধ্যে বিয়ের বিষয়টিকে ভালাভাবে নেয়নি দেশটির রক্ষণশীল রাজনৈতিক দলগুলো। তারা এর কঠোর সমালোচনা করে বলছে, এ ধরনের ঐতিহ্য সুইজারল্যাল্ডের পরিবারাগুলোকে ক্ষতিগ্রস্ত করবে।

২০০৭ সালে সুইজার‌ল্যান্ডে ব্যাপক বাধ্য-বাধকতার মাধ্যমে সমলিঙ্গের বিয়েকে বৈধতা দেওয়া হয়।
সমলিঙ্গের মধ্যে বিয়ের বৈধতা পাওয়ায় এখন থেকে সমলিঙ্গের দম্পতিরা অন্য পরিবারের সন্তানদের দত্তক নিতে পারবেন। এছাড়া সহকামী দম্পতিরা চাইলে তাদের শুক্রানু প্রদান করতে পারবে। সূত্র: বিবিসি

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর