করোনা টিকার বুস্টার ডোজ নিলেন বাইডেন

আপডেট: September 28, 2021 |
print news

ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ টিকার বুস্টার ডোজ নিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাত দিয়ে এনডিটিভি এ খবর দিয়েছে।

সম্প্রতি ৬৫ বছর বা তদুর্ধ্ব লোকজনকে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়ার বিষয়টি অনুমোদন পেয়েছে যুক্তরাষ্ট্রে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে করোনা টিকার বুস্টার ডোজ নেন বাইডেন। বুস্টার ডোজ টিকাটি তাঁর বাম হাতে দেওয়া হয়।

এ সময় মজা করে জো বাইডেন বলেন, ‘দেখে হয়তো মনে হয় না, কিন্ত আমার বয়স ৬৫ বছরের বেশি।’
৬৫ বছরের বেশি বয়স্ক ছাড়াও যাদের রোগবালাই বা শারীরিক জটিলতা রয়েছে যুক্তরাষ্ট্রে তাদেরও করোনা টিকার বুস্টার ডোজ দেওয়ার বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে।

তবে সমস্যা অন্যখানে। জো বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রের অনেকেই করোনার টিকা নিতে অস্বীকৃতি জানিয়ে আসছেন।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর