ফকির আলমগীরের নামে সড়ক

আপডেট: September 29, 2021 |
print news

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, দেশবরেণ্য গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীরের নামে রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়ার ৬ নম্বর সড়কের নামকরণ করা হয়েছে।

২৬ সেপ্টেম্বর গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনে দ্বিতীয় পরিষদের অষ্টম করপোরেশন সভায় এই সিদ্ধান্ত জানান মেয়র আতিকুল ইসলাম।

ফকির আলমগীরের ছেলে মাশুক আলমগীর রাজীব বলেন, ‘বাবার নামের এই সড়কটি দুই বছর আগে পাস হয়েছিল। কিন্তু মেয়র পরিবর্তন হওয়ায় বাস্তবায়ন হতে দেরি হয়। অবশেষে সড়কটি নামকরণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটা অত্যন্ত গৌরবের ব্যাপার।’

তিনি আরো বলেন, ‘আমাদের পুরো পরিবার বাংলাদেশ সরকার ও ঢাকা উত্তর সিটি করপোরেশনকে আন্তরিক ধন্যবাদ জানাই। এই সড়ক নামকরণের মাধ্যমে আমার বাবা পরিচিত হয়ে থাকবেন প্রজন্ম থেকে প্রজন্ম। অন্তত নতুন প্রজন্ম একবার হলেও জানতে পারবে, ফকির আলমগীর নামে একজন মুক্তিযোদ্ধা ও শিল্পী ছিলেন এই দেশে।’

উল্লেখ্য, ২০২১ সালের ২৩ জুলাই ফকির আলমগীর মৃত্যুবরণ করেন।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর