আইএইএ সন্ত্রাসীদের হাতিয়ার হবে তা মেনে নেয়া যায় না

আপডেট: September 30, 2021 |
print news

ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামী বলেছেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ হচ্ছে স্বাধীন একটি প্রতিষ্ঠান। এটি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হাতিয়ারে পরিণত হবে তা মেনে নেয়া যায় না। তিনি স্পুতনিক বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন।

তিনি ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে আইএইএ’র সাম্প্রতিক অবস্থান প্রসঙ্গে বলেন, পরমাণু সন্ত্রাসবাদের হোতারা উসকানিমূলক পদ্ধতি এবং ভিত্তিহীন কাগজ ও ছবি ব্যবহার করে ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করছে যা পুরনো স্টাইল।

মোহাম্মাদ ইসলামী বলেন, ইরান আইনের ভিত্তিতে চলে এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির প্রতি শ্রদ্ধাশীল।

আইএইএ’র প্রধান আরও বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং আমরা কেবল ততটুকুই ইউরেনিয়াম সমৃদ্ধ করব যতটুকু শান্তিপূর্ণ প্রকল্পগুলোর জন্য প্রয়োজন।

তিনি বলেন, ইরানের সঙ্গে আইএইএ’র আচরণ রাজনৈতিক ও বিদ্বেষমূলক যা বেআইনি এবং অগ্রহণযোগ্য। এ সময় তিনি ভুল পথ থেকে সরে আসতে আমেরিকা ও ইউরোপের প্রতি আহ্বান জানান। সূত্র: পার্সটুডে

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর