যোগাসনে চিত্রনায়িকা বুবলী

আপডেট: October 7, 2021 |
print news

অভিনেত্রী শবনম বুবলী চলচ্চিত্রে নিজের অবস্থান আরও শক্ত করতে নিয়মিত পরিশ্রম করে যাচ্ছেন। পর্দায় নিজের সৌন্দর্য তুলে ধরতে শারীরিক কসরতে মনোযোগ দিয়েছেন তিনি। নিজেকে ফিট রাখতে ডায়েটের পাশাপাশি তিনি নিয়মিত যোগব্যায়াম করেন।

বৃহস্পতিবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বেশ কয়েকটি যোগব্যায়ামের ছবি পোস্ট করেন।

ছবিতে দেখা যায়, কালো পোশাকে যোগাসনে বসে আছেন বুবলী। বিভিন্ন ভঙ্গিতে তিনি শরীরচর্চা করছেন। ছবির ক্যাপশনে লিখেছেন: ‘ডেটিং উইথ ইয়োগা।’

 

বুবলী জানান, জিমে ভর্তি হওয়ার পর যোগব্যায়ামের প্রায় ৪০টি আসন শিখেছেন তিনি। সুন্দর ও সুস্থ থাকতে মন ভালো রাখা জরুরি। মন প্রফুল্ল রাখতে এবং ফিট থাকতে প্রতিদিন নিয়মিত এক ঘণ্টা যোগব্যায়াম করেন তিনি।

বুবলী অভিনীত সর্বশেষ ‘চোখ’ সিনেমাটি মুক্তি পায়। গত ১ অক্টোবর মুক্তি পাওয়া এই সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন নিরব-রোশান। এ ছাড়া বুবলী অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর