রোববার পায়রা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আপডেট: October 23, 2021 |
print news

পটুয়াখালী থেকে বরিশাল যাওয়ার মহাসড়কে পায়রা নদীর উপর নির্মিত লেবুখালী সেতু চালু হচ্ছে রোববার। গণভবন থেকে ভিডিও কনফারেন্স সেতুটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা বলছেন, সেতুটি চালু হলে দক্ষিণাঞ্চলে যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচন হবে। বরিশাল থেকে কোন ফেরি ছাড়াই যাওয়া যাবে কুয়াকাটা সমুদ্র সৈকতে।

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের পায়রা নদীর উপর ২০১৬ সালে প্রায় পনেরশ’ কোটি টাকা ব্যয়ে লেবুখালী সেতু নির্মাণের উদ্যোগ নেয় সরকার। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয় চীনা একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। গত সেপ্টেম্বরের শেষ দিকে মূল সেতুর নির্মাণ কাজ শেষ হয়। ১ হাজার ৪শ’ ৭০ মিটার দীর্ঘ এবং ১৯ দশমিক সাত ছয় মিটার প্রস্থ এই সেতুর নকশা চট্টগ্রামের কর্ণফুলী সেতুর আদলে।

রোববার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণাঞ্চলের মানুষের মধ্যে এখন তাই বিরাজ করছে উৎসাহ উদ্দিপনা। সেতুটি দক্ষিণাঞ্চলে যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা স্থানীয়দের।এই সেতু চালু হলে সড়ক পথে কুয়াকাটা সমুদ্র সৈকতে যেতে কোন ফেরির ভোগান্তি পোহাতে হবেনা পর্যটকদের।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর