খালেদা জিয়াকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর

আপডেট: October 26, 2021 |
print news

বায়োপসির পর কয়েক ঘণ্টা আইসিইউতে রেখে কেবিনে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এটি আসলে ওই অর্থে অপারেশন না। ডায়াগনস্টিকের একটি পার্ট। যে কোনো ছোট কিছুর পরও আইসিইউতে রাখা হয়। সেই পরিপ্রেক্ষিতে কয়েক ঘণ্টা আইসিইউতে রেখে রাতেই তাকে কেবিনে শিফট করা হয়েছে।

এর আগে সোমবার দুপুরে খালেদা জিয়ার বায়োপসি করা হয়।

পরে জরুরি সংবাদ সম্মেলন করে তার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন বলেন, বিএনপি চেয়ারপারসনের ছোট একটি অপারেশন হয়েছে।

শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার পর চিকিৎসকরা দেখলেন, উনার একটি বায়োপসি করা দরকার।

ছোট একটি লাম্প (পিণ্ড) আছে এক জায়গায়। যেহেতু লাম্প আছে, তার ন্যাচার অব ভিউ জানার জন্য বায়োপসি করা হয়েছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর