বিশ্বকাপে হাসারাঙ্গার প্রথম হ্যাটট্রিক

আপডেট: October 30, 2021 |
print news

হাসারাঙ্গা ডি সিলভা আতঙ্ক হতে পারেন বলা হচ্ছিল আগে থেকেই। কতটা? সেটাই যেন হাড়ে হাড়ে টের পেল দক্ষিণ আফ্রিকা। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের বিপক্ষে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক করেছেন শ্রীলঙ্কান তারকা স্পিনার।

শনিবার শারজাহতে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকার সামনে ১৪৩ রানের লক্ষ্য দেয় শ্রীলঙ্কা। ওই লক্ষ্য তাড়া করতে নেমে ভালোভাবেই এগোচ্ছিল দক্ষিণ আফ্রিকা। ১৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৯৬ রান করেছিল তারা।

কিন্তু হাসারাঙ্গা ১৬ তম ওভারের শেষ বলে আউট করেন উইকেটে সেট হয়ে যাওয়া এইডেন মার্করামকে। এরপর আবার ১৮তম ওভারে তাকে বোলিংয়ে আনেন শ্রীলঙ্কান অধিনায়ক। এই ওভারের প্রথম দুই বলেই তিনি তুলে নেন বাভুমা ও প্রেডোরিয়াসের উইকেট।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি দ্বিতীয় হ্যাটট্রিক।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর