কাবুলে একটি সামরিক হাসপাতালে আইএসের হামলা: নিহত ৭

আপডেট: November 3, 2021 |

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি সামরিক হাসপাতালের প্রবেশদ্বারে মঙ্গলবার ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছে বলে দেশটির একজন সিনিয়র তালেবান কর্মকর্তা জানিয়েছেন।

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, নিহতদের মধ্যে তিনজন নারী, একজন শিশু এবং তিনজন তালেবান নিরাপত্তা কর্মী রয়েছেন।

তিনি বলেন, তালেবানের নিরাপত্তা কর্মীরা আইএস জঙ্গিদের হাসপাতালে প্রবেশে বাধা দিয়েছে। ১৫ মিনিটের মধ্যে হামলা শেষ হয়। হাসপাতালের ভিতরে কেউ নিহত হয়নি।

তালেবান নিরাপত্তা কর্মীরা ৪০০ শয্যার সুবিধায় চিকিৎসা কর্মী ও রোগীদের লক্ষ্য করে আইএসের বড় ধরনের হামলার পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে বলে মুখপাত্র দাবি করেন।

দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, কাবুলের ১০ম জেলার সরদার মোহাম্মদ দাউদ খান হাসপাতালে এই হামলায় অন্তত ১৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজন তালেবান যোদ্ধা রয়েছে।

এর আগে অন্য একজন তালেবান কর্মকর্তা বলেছেন, হামলায় ছয়জন আইএস অংশ নিয়েছেন এবং তাদের মধ্যে দুজনকে বন্দী করা হয়েছে।

হামলার সময় শহরের বাসিন্দারা গুলির শব্দের পাশাপাশি এলাকায় দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন।

আগস্টে তালেবান দেশটির ক্ষমতায় আসার পর একের পর এক হামলা চালিয়ে আসছে আইএস।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর