রাজশাহী মেডিকেল দুজনের মৃত্যু

আপডেট: November 10, 2021 |
print news

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরো দুজনের মৃত্যু হয়েছে।

বুধবার (১০ নভেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রামেক হাসপাতালের করোনা ইউনিটে করোনার উপসর্গে নাটোরের একজন ও পাবনার একজনের মৃত্যু হয়েছে। তাদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশ প্রদান করা হয়েছে।

পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় রামেকের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয়জন। করোনা সন্দেহে ভর্তি রয়েছেন ২৯ জন। করোনা আক্রান্ত হয়ে ছয়জন ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন পাঁচজন।

তিনি আরো জানান, রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৫৭ জনের নমুনা পরীক্ষায় একজন শনাক্ত হয়েছেন। এছাড়া মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ২৪৪ জনের নমুনা পরীক্ষায় সাতজন করোনা শনাক্ত হয়েছেন।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর