জার্মানি-ইতালিতে পাওয়া গেল ‘ওমিক্রন’

আপডেট: November 28, 2021 |
print news

করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। যুক্তরাজ্যের পর এবার জার্মানি ও ইতালিতেও এ ধরনের আক্রান্ত রোগী পাওয়া গেছে।

জার্মানির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বাভারিয়া রাজ্যে করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত দুজন শনাক্ত হয়েছে। গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে মিউনিখ বিমানবন্দর দিয়ে জার্মানিতে ঢোকে তারা।

এদিকে, ইতালির স্বাস্থ্য ইনস্টিটিউট বলছে, দেশটির মিলানে ওমিক্রনে আক্রান্ত এক ব্যক্তি শনাক্ত হয়েছে। তিনি আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে ইতালিতে এসেছেন।

এরআগে, যুক্তরাজ্যে ওমিক্রন ধরনে দুজনের আক্রান্তের খবর জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। তারা সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় ভ্রমণ করেছিলেন। এর মধ্যে একজন চেমসফোর্ডে এবং অন্যজন নটিংহামে। ওমিক্রন আক্রান্ত দুজনকে আইসোলেশনে রাখা হয়েছে।

গেলো ২৪শে নভেম্বর দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ শনাক্ত হয়। এই ধরনটি বতসোয়ানা, বেলজিয়াম, হংকং এবং ইসরাইলেও পাওয়া গেছে। এদিকে, দক্ষিণ আফ্রিকা থেকে নেদারল্যান্ডসে আগত বিমানযাত্রীদের ৬১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তবে তা ওমিক্রন কিনা তা জানতে আরো পরীক্ষা চালানো হচ্ছে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর