করোনায় বিশ্বে আক্রান্ত ২৬ কোটি ৫৬ লাখ ছাড়ালো

আপডেট: December 5, 2021 |
print news

প্রাণঘাতী করোনায় আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এখন পর্যন্ত বিশ্বেজুড়ে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ২৬ কোটি ৫৬ লাখ ছাড়িয়েছে।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রোববার (০৫ ডিসেম্বর) সকাল ৭টা পর্যন্ত বিশ্বে ২৬ কোটি ৫৬ লাখ ৮৪ হাজার ২৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

একই সময়ে করোনায় মৃত্যুবরণ করেছেন ৫২ লাখ ৬৩ হাজার ৭১৯ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৩ কোটি ৯৩ লাখ ৫০ হাজার ৫৬২ জন।

ওই ওয়েবসাইটে আরও বলা হয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে।

সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৯৯ লাখ ৩৩ হাজার ৭৫০ জন। আর মৃত্যু হয়েছে ৮ লাখ ৮ হাজার ৬০৮ জন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর