জম্মু ও কাশ্মীরে পুলিশ বাসে হামলা, নিহত ৩

আপডেট: December 13, 2021 |
print news

ভারতের জম্মু ও কাশ্মীরে একটি পুলিশ বাসে হামলায় অন্তত তিন জন নিহত হয়েছেন বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দায়িত্বশীল কর্তৃপক্ষের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের উপকণ্ঠে একটি পুলিশ ক্যাম্পের কাছে স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ওই হামলার ঘটনা ঘটে।

সশস্ত্র পুলিশ সদস্যদের বহনকারী ওই বাসে ভারি অস্ত্রশস্ত্র নিয়ে একদল সন্ত্রাসী হামলা চালায় বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর